সময়টা মোটেই ভাল যাচ্ছে না বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার। সম্প্রতি তাদের বিরুদ্ধে উঠেছে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ। যার ফলে বিপাকে পড়েছে এই তারকা দম্পতি। তার মাঝেই এবার শিল্পা ঘোষণা করলেন, বান্দ্রায় তার রেস্তোরাঁ ‘বাস্টিয়ান’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মঙ্গলবার সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে ‘বাস্টিয়েন’ বন্ধ করে দেওয়ার খবর দেন শিল্পা। তিনি লেখেন, “এই বৃহস্পতিবার এক বড় অধ্যায়ের সমাপ্তি হচ্ছে। আমরা মুম্বাইয়ের অন্যতম গন্তব্যস্থল ‘বাস্টিয়ান বান্দ্রা’কে বিদায় জানাতে চলেছি ওই দিন। এই রেস্তোরাঁ আমাদের অসংখ্য সুখস্মৃতি দিয়েছে। অসংখ্য মনে রাখার মতো রাতের সাক্ষী এই রেস্তোরাঁ। এই শহরের নিশিযাপনকে এক নতুন রূপ দিয়েছিল এই রেস্তোরাঁ। এ বার তাকে বিদায় জানানোর পালা।”
শিল্পার এই পোস্টে আবেগপ্রবণ মুম্বাইবাসী। অভিনেত্রী আরও জানান, শেষ বারের জন্য এই রেস্তোরাঁয় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা। এই অনুষ্ঠানে রেস্তোরাঁর সঙ্গে জড়িত বিশেষ অতিথিরাই নিমন্ত্রিত। স্মৃতি রোমন্থন করতে আর শেষ বারের জন্য এই রেস্তোরাঁকে উদ্যাপন করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এই অনুষ্ঠানে রেস্তোরাঁর সঙ্গে জড়িত বিশেষ অতিথিরাই নিমন্ত্রিত। স্মৃতি রোমন্থন করতে আর শেষ বারের জন্য এই রেস্তোরাঁকে উদযাপন করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই রেস্তোরাঁর মালিকানা শিল্পা ও রাজ দুজনের কাছেই রয়েছে। ২০১৬ সালে তৈরি হয়েছিল রেস্তোরাঁটি। সামুদ্রিক খাবারের জন্য এই রেস্তোরাঁ বিশেষভাবে প্রশংসিত ছিল।গত বছর এই রেস্তোরাঁতেই বসেছিল সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের প্রীতিভোজের আসর। –টাইমস অব ইন্ডিয়া।
রাজ ও শিল্পা ৬০ কোটি টাকার প্রতারণা করেছেন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনে এফআইআর করেছেন মুম্বাইয়ের এক ব্যবসায়ী।
তার দাবি, শিল্পা ও রাজের বর্তমানে বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডে তিনি ৬০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। যদিও সেই টাকা আত্মসাৎ করেছেন শিল্পা এবং তার স্বামী রাজ। যা নিয়ে যথেষ্ঠ বিড়ম্বনায় রয়েছেন দু’জনেই।
অবশ্য শিল্পা-রাজকে নিয়ে বিতর্ক এই প্রথমবার নয়। এর আগেও নীলছবির ব্যবসায় যুক্ত থাকার অভিযোগ ওঠে রাজের বিরুদ্ধে। বিষয়টি নিয়েও বেশ সমালোচনা পড়েছিলেন শিল্পা।
0 Comments