সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ‘দেন অ্যান্ড নাউ’ ট্রেন্ড। সেই ধারায় শাকিব খান শেয়ার করেছেন ১১ বছর আগের ‘লাভ আজকাল’ সিনেমার একটি লুক আর বর্তমান সময়ের নিজের ছবি। আর ছবির সাথে দেন এই বার্তা।
শাকিব খান লেখেন, ‘হার মানিনি, কারণ প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে। পিছিয়ে পড়িনি, কারণ প্রতিটা ব্যর্থতা আমাকে গড়ে তুলেছে। যখন দুনিয়া বলেছে ‘পারবে না’, আমি বলেছি ‘দেখে নিও’। সময় বারবার পরীক্ষা নিয়েছে, কিন্তু আমি থামিনি।’
২৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে শাকিব খান যেমন সাফল্যের আলো পেয়েছেন, তেমনি পেয়েছেন তিক্ত অভিজ্ঞতা। আর প্রতিটি ব্যর্থতাকে রূপান্তর করেছেন নতুন প্রেরণায়।
করোনার পর দর্শক যেন দেখতে পেলেন এক নতুন শাকিব খানকে। ‘প্রিয়তমা’ সিনেমার মধ্য দিয়ে তিনি জয় করলেন শুধু সিঙ্গেল স্ক্রিন নয়, মাল্টিপ্লেক্সের আধুনিক দর্শককেও। আর ‘তুফান’ প্রমাণ করল—বাংলাদেশি সিনেমাও বিশ্ববাজারে আলোড়ন তুলতে পারে।
তবু শাকিব খান নিজেকে নিয়ে বাড়াবাড়ি দাবি করেন না। বরং প্রতিটি পদক্ষেপকে দেখেন শিক্ষার অংশ হিসেবে। তার ভাষায়, “এই পথচলাতে আমি নিজেকে খুঁজে পেয়েছি। আর সেই গল্পটা এখনো চলছে… প্রতিটি অধ্যায়ে যেন এক নতুন আমি।”
আগামী দিনে তিনি আসছেন নতুন স্বপ্ন নিয়ে—‘সোলজার’ আর ‘প্রিন্স’-এর মতো সিনেমার মাধ্যমে। ভক্তদের কাছে এটা নিছক নতুন সিনেমার খবর নয়; বরং এটা শাকিব খানের অবিরাম লড়াই আর জয়ের ধারাবাহিকতা।
দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে কাটিয়ে শাকিব এবার শুরু করতে যাচ্ছেন নতুন সিনেমা ‘সোলজার’-এর কাজ। এরপরই তিনি কাজ করবেন ‘প্রিন্স’ ছবির জন্য। সম্প্রতি ছবিটি নিয়ে অনেক আলোচনা দেখা গেছে সামাজিক মাধ্যমে। কে হচ্ছেন ছবির নায়িকা এ নিয়ে রয়েছে ধোয়াশা। আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রিন্স ছবিতে কাজের ব্যাপারে নাজিফা তুষির সঙ্গে প্রাথমিকভাবে কথা হলেও তার যুক্ত হওয়ার বিষয়টি চূড়ান্ত নয়। অন্যদিকে, আরেকটি সূত্র বলছে, কলকাতার অভিনেত্রী ইধিকা পালকেও নেওয়া হচ্ছে এই ছবির নায়িকা হিসেবে।
‘প্রিন্স’-এর গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। যৌথভাবে চিত্রনাট্য করেছেন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। পরিচালনায় থাকছেন আবু হায়াত মাহমুদ। অক্টোবর মাস থেকে ছবির শুটিং শুরুর কথা থাকলেও সংশ্লিষ্টরা জানাচ্ছেন, শুটিং এক মাস পিছিয়ে নভেম্বর থেকে হতে পারে। সবকিছু ঠিক থাকলে ছবিটি মুক্তি পাবে ঈদুল ফিতরে।
0 Comments