অভিনেত্রী সুনেরাহ কামালের সৌন্দর্য একেবারেই অন্যরকম। দীর্ঘাঙ্গী সুনেরাহকে মানিয়ে যায় সবরকম পোশাকে। বিশেষ করে ওয়েস্টার্নে এই সুন্দরী অভিনেত্রীর জুড়ি নেই। এবার নীল ন্যাচারাল ডাইয়ের শাড়ি পরেছেন সুনেরাহ এখানে।সাজের বালাই নেই বললেই হয়। তবে টিপ আর কাজল দিতে ভোলেন না তিনিসি বিচে রিফ্রেশিং সামার লুকে তিনি চোখ জুড়িয়েছেন ইন্সটাগ্রামে শেয়ার করা ছবিতে।
অনুষঙ্গে তিনি বেছে নিয়েছেন সি বিচ ভাইবের কড়ি, শামুক ও বিডসের চার্মস, মালা আর ব্রেসলেট
মানিয়ে যায় যেকোন পশ্চিমা পোশাকে। তবে ঝলমলে এক ঢাল চুল আর শাড়িতে তাঁর আকর্ষণীয় লুক সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময় থাকে আলোচনায়। ঝলমলে শাড়ির সাজে কমই দেখা যায় তাঁকে। বেশির ভাগ সময় পরেন সুতির শাড়ি। আর হালকা সাজসমেত তাতেই সুনেরাহকে লাগে অত্যন্ত আকর্ষণীয়। এই সুন্দরী অভিনেত্রীর ইন্সটাগ্রাম ঘুরে এক ডজন শাড়ির লুকে দেখে নেওয়া যাক এবারে।
সুইটহার্ট নেকলাইনের ম্যাচিং ব্লাউজ দিয়ে কোরা সুতির শাড়ি পরেছেন এই অভিনেত্রী। লম্বা ঝোলানো দুল, নজরকাড়া বাজুবন্ধ, চুড়ি, নেকপিস সবই অক্সিডাইজড মেটালের
স্লিভলেস সাদা ব্লাউজের সঙ্গে রংচঙে শিফনে মোহনীয় সুনেরাহ। খোলা চুলের সঙ্গে এখানেও অক্সিডাইজড মেটালের গয়না পরেছেন তিনি।
শাড়ির সাজে বাজিমাত করতে বেশি কিছু লাগে না সুনেরাহর। দারুণ ফিটিংয়ের একটা প্রিন্টের ব্লাউজ দিয়ে একেবারে সাদামটা একরঙা লাল সুতির শাড়ি পরলেই হলো। সঙ্গে বাড়তি আবেদন দিচ্ছে টিপ, চুড়ি আর দুল।
চুলের দৈর্ঘ্যে বদল এলেও শাড়ির সঙ্গে চুল ছেড়েই রাখেন সুনেরাহ সময়। সাদামাটা সুতির শাড়িতেই তাঁকে খুব আকর্ষণীয় লাগে।
0 Comments