চাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার চান্দ্রা চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের নজরুল ইসলাম ঢালীর ছেলে মো. অমি ঢালী (১৮) একই এলাকার কার্তিক চন্দ্র দাসের ছেলে কিশোর চন্দ্র দাস (১৭)।
এদের মধ্যে অমি পুরাণবাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং কিশোর চন্দ্র দাস চলতি বছর বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন।
পুলিশ জানায়, জামালপুর থেকে আল আমীন ও স্বপন মিয়া মোটরসাইকেলে টাঙ্গাইলের ঘাটাইলের যাচ্ছিলেন। সকাল সাতটার দিকে মোটরসাইকেলটি টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক সড়কের বিলাসপুর বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক ও মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আজ বেলা সাড়ে ১১টার দিকে ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আই আকরাম হোসেন বলেন, তিনজনের লাশ থানায় আছে। দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও মোটরসাইকেল জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
0 Comments