সম্প্রতি ১ মিনিট ৫৫ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন অপূর্ব।



জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব টেলিভিশন নাটকে অভিনয় দিয়ে কর্মজীবন শুরু করেন। ‘বড় ছেলে’ নাটকে অসাধারণ অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মনে বিশেষ স্থান করে নেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয়।

সম্প্রতি ১ মিনিট ৫৫ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন অপূর্ব। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন ‘ভালোবাসার চেয়ে বড় চমক আর কিছু নেই’ এর সঙ্গে যুক্ত করেছেন ভালোবাসার ইমোজি।

দীর্ঘদিন আমেরিকায় থেকে দেশে ফেরায় ছিল অপূর্বের একটি বড় চমক। খবরটি জানাননি ছেলে আয়াশকে। চুপিসারে ঘরে ফিরেই ঘুমন্ত আয়াশকে চমকে দেন এ অভিনেতা। 

মঙ্গলবার বাবা-ছেলের আবেগঘন মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করে নিয়েছেন অপূর্ব। ভিডিওর ক্যাপশনে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে এ অভিনেতা লিখেছেন, ভালোবাসার চেয়ে বড় চমক আর কিছু নেই বারান্দার পর্দা সরিয়ে চুপিচুপি ছেলের কাছে গিয়ে কপালে আলতো করে চুমু দেয়। এরপর বাবাকে জড়িয়ে ধরে আয়াশ কান্না করে।।

জানা গেছে, খুব শিগগির অভিনয়ে ফিরছেন অপূর্ব। অংশ নেবেন নির্মাতা শিহাব শাহীনের ‘গোলাম মামুন’-এর দ্বিতীয় সিজনের শুটিংয়ে।


 

Post a Comment

0 Comments