জান্নাতুল সুমাইয়া হিমি ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। দুর্দান্ত সব নাটকে দর্শকের হৃদয়ে দাগ কেটে চলছেন। একের পর এক তার নাটক সুপার হিটের তকমা পাচ্ছে। নিলয়-হিমি জুটির নাটক মানেই উপচেপড়া উচ্ছ্বাস।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন। অভিনেত্রী কোথায় যাচ্ছেন, কীভাবে সময় কাটাচ্ছেন সবটাই যেন তিনি ভক্তদের মাঝে শেয়ার করেন।
দর্শকদের সাথে সেই ভালবাসা ভাগাভাগি করতেই আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন কানাডায় অংশ নেওয়া একটি কনসার্টের ফুরফুরে মেজাজের ছবির ক্যাপশনে।
এবার দেখা গেল অবকাশ যাপনে ঘুরতে গেছেন কানাডায়। অবকাশ যাপনের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা নেটিজেনদের মাঝে শেয়ার করেছেন।
এবার হিমিকে দেখা গেল মার্কিন পপ গায়িকা কেটি পেরির কনসার্টে। জমকালো আয়োজনের কনসার্টে তাকে দেখা গেছে ফুরফুরে মেজাজে।
হিমি তার ক্যাপশনে লিখেছেন, ‘ভাইবোন মিলে প্রথম কনসার্টে একসাথে অংশ নিয়েছিলাম। কেটি পেরির লাইফটাইম ট্যুর।’
0 Comments