অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন, এবার ফিরছেন ছোটপর্দায়।


 ওপার বাংলার অভিনেত্রী আভেরী সিংহ রায়। তিনি ‘ভুতু’, ‘কৃষ্ণকলি’র মত জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন, এবার ফিরছেন ছোটপর্দায়।অলক্ষী ইন গোয়া’ এবং ‘আমার বস’-এর মতো বড় পর্দার সিনেমায় ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন তিনি।

জি বাংলার নতুন ধারাবাহিক ‘স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম’-এ দেখা যাবে আভেরীকে। এই সিরিয়ালে তিনি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন। ঋষি কৌশিক এবং রুকমা রায় অভিনীত এই ধারাবাহিকে আভেরী ইন্সপেক্টর নীলিমার ভূমিকায় থাকছেন।

তবে তার চরিত্রটি বেশ রহস্যময়। বেশিরভাগ সময় তিনি ছদ্মবেশে ফুড ব্লগার হিসেবে তদন্ত চালাবেন। কেন তিনি নিজের পরিচয় গোপন করে আছেন, সেই রহস্যের জট খুলবে ধারাবাহিকের গল্পে।অলক্ষী ইন গোয়া’ থেকে শুরু করে ‘আমার বস’, বড় পর্দায় অন্যরকম চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত অভিনেত্রী আভেরী সিংহ রায়। তবে তিনি তাঁর অভিনয় যাত্রা শুরু করেছিলেন ছোট পর্দার হাত ধরে। ‘ভুতু’, ‘কৃষ্ণকলি’ সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

বড় পর্দার পর এবার আবার ছোটপর্দায় ফিরে আসতে চলেছেন অভিনেত্রী। জি বাংলা সোনার চ্যানেলে শুরু হওয়া নতুন ধারাবাহিক ‘স্পেশাল ইনভেস্টটিকেটিভ টিম’ সিরিয়ালে অভিনয় করতে চলেছেন তিনি। ঋষি কৌশিক অভিনীত এই ধারাবাহিকে অন্যতম একজন পুলিশ অফিসারের ভূমিকা অভিনয় করবেন আভেরী।ঋষি কৌশিক ছাড়া এই সিরিয়ালে অভিনয় করছেন রুকমা রায়। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়। এবার এই ধারাবাহিকে ইন্সপেক্টর নীলিমার চরিত্রে অভিনয় করবেন আভেরী। যদিও নিজের আসল চরিত্রে অভিনয় করবেন না তিনি। বেশিরভাগ সময় নিজের পরিচয় লুকিয়েই অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে।

ধারাবাহিকে ফুড ব্লগার হিসেবে অভিনয় করবেন তিনি। নিজের আসল পরিচয় লুকিয়ে কোন তদন্ত করছেন তিনি? কেন আসল পরিচয় লুকিয়ে রেখেছেন আভেরী, সবটাই জানা যাবে ধারাবাহিকের মাধ্যমে। আপাতত অভিনেত্রীকে এই নতুন চরিত্র দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন ভক্তরা।টেলিভিশনে সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকে। ছোটপর্দার পাশাপাশি ওটিটিতেও নিয়মিত আভেরী। আগামী ১২ সেপ্টেম্বর হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ভৌতিক কমেডি সিরিজ ‘ভূত তেরিকি’, যেখানে তিনি ভূতের চরিত্রে অভিনয় করেছেন।


Post a Comment

0 Comments