একজন গুণী অভিনয়শিল্পী হিসেবে কাজ করছেন ছয় দশকেরও বেশি সময় ধরে।


একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান। একজন গুণী অভিনয়শিল্পী হিসেবে কাজ করছেন ছয় দশকেরও বেশি সময় ধরে। মঞ্চ-টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছেন বিপুল ভালোবাসা। এখনো অভিনয় করে যাচ্ছেন।

তবে এ গুণী অভিনেত্রী সম্প্রতি তার ভক্তদের সতর্ক করেছেন। সোশ্যাল মিডিয়ায় তার নামে ফেক আইডি খোলা হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে আইনি সহায়তাও নিচ্ছেন এ বর্ষীয়ান অভিনেত্রী। তবে তার নামে বেশ কিছু আইডি ও পেজের দেখা মেলে। এবার এসব আইডি সম্পর্কে স্পষ্ট বার্তা দিলেন এ অভিনেত্রী। জানালেন, তিনি ফেসবুক ব্যবহার করেন না। কে বা কারা আমার নামে অ্যাকাউন্ট খুলেছে, আমি জানি না। বিষয়টি নিয়ে আমি ভীষণ বিরক্ত ও ইনসিকিউর ফিল করছি।’
 তিনি বলেন, ‘আমি আমার সব শুভাকাঙ্ক্ষী ও দর্শকদের বলতে চাই, ফেসবুকে আমার নামে যেসব পেজ বা আইডি রয়েছে, সবগুলোই আমার অনুমতি ছাড়া খোলা হয়েছে। এসব ভুয়া আইডি থেকে প্রকাশিত কোনো পোস্ট বা বার্তায় বিভ্রান্ত হবেন না বা প্রলুব্ধ হবেন না।নিজের ভক্ত ও দর্শকদের উদ্দেশে নন্দিত এই তারকা বলেন, ‘আমি আমার সব শুভাকাঙ্ক্ষী ও দর্শকদের বলতে চাই, ফেসবুকে আমার নামে যেসব পেজ বা আইডি রয়েছে, সবগুলোই আমার অনুমতি ছাড়া খোলা হয়েছে। এসব ভুয়া আইডি থেকে প্রকাশিত কোনো পোস্ট বা বার্তায় বিভ্রান্ত হবেন না বা প্রলুব্ধ হবেন না। ’ আইনের আশ্রয় নিয়েছেন জানিয়ে দিলারা জামান বলেন, ‘বিষয়টি নিয়ে আমি ইতিমধ্যে সাইবার ক্রাইম ইউনিটে জানিয়েছি।’




 

Post a Comment

0 Comments