বলিউডের অভিনেত্রী কারিশমা লাল শর্মা চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে গুরুতর জখম হয়েছেন। মুম্বাইয়ের একটি লোকাল ট্রেনে করে চার্চগেটে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে নিজেই তার ভক্ত-অনুরাগীদের এ দুর্ঘটনার কথা জানিয়েছেন কারিশমা শর্মা। বর্তমানে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিনেত্রী জানান, তার শরীর ক্ষততে ভরে গেছে। পিঠে আঘাত পেয়েছেন, মাথা ফুলে গেছে বলেও জানিয়েছেন। কারিশমা বলেন, ‘চিকিৎসকের পরামর্শে এমআরআই করিয়েছি। একটা দিন নজরদারিতে রাখা হয়েছিল আমাকে, মাথার চোট কতটা গুরুতর পরীক্ষা করার জন্য।’ অনুরাগীদের কাছে নিজের দ্রুত আরোগ্য কামনার অনুরোধ জানিয়েছেন তিনি। বলেন, ‘গতকাল থেকে আমি খুব যন্ত্রণায় আছি। কিন্তু শক্ত থাকার চেষ্টা করছি। আমার জন্য প্রার্থনা করবেন, ভালোবাসা পাঠাবেন।’
‘ফাসতে ফাসাতে’, ‘এক ভিলেন রিটার্নস’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন কারিশমা। তাকে দেখা গেছে একাধিক ওয়েব সিরিজ ও হিন্দি ধারাবাহিকেও।
দুর্ঘটনার কথা জানিয়ে কারিশমা বলেন, গতকাল চার্চগেটে শুটিংয়ে যাওয়ার পথে আমি শাড়ি পরে ট্রেন ধরার সিদ্ধান্ত নিই। ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে ট্রেনের গতি বাড়তে শুরু করে এবং আমি লক্ষ্য করলাম যে, আমার বন্ধুরা ট্রেনটি ধরতে পারেনি।
অভিনেত্রী বলেন, ভয়ে আমি চলন্ত ট্রেন থেকে লাফ দিই এবং পড়ে গিয়ে আমি মাথায় আঘাত পাই। আমার পিঠে ব্যথা ও মাথা ফুলে গেছে এবং আমার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি বলেন, ডাক্তাররা এমআরআই করাতে পরামর্শ দিয়েছেন এবং মাথায় আঘাত গুরুতর কিনা তা জানার জন্য আমাকে একদিনের জন্য হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কারিশমা বলেন, আমি গতকাল থেকে ব্যথায় ভুগছি। তবে আমি শক্ত আছি। দয়া করে আমার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করুন এবং আমাকে আপনার ভালোবাসা পাঠান— এটি আমার কাছে অনেক অর্থবহ।
0 Comments