ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর কাছে শবনম ফারিয়া, তাসনিয়া ফারিণ ও কেয়া পায়েল ‘ওভাররেটেড’ অভিনেত্রী। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের আয়োজিত অনুষ্ঠানে অতিথি হয়ে এসে এমন মন্তব্য করেন অভিনেতা।
অন্যদিকে প্রিয় অভিনেত্রী হিসেবে উল্লেখ করেন অপি করিমের নাম। এ ছাড়া সাবিলা নূরকে মূল্যায়ন করেছেন ‘ভালো অভিনেত্রী’ হিসেবে।
প্রায় এক যুগের ক্যারিয়ার জাহের আলভীর। বেশ লম্বা ক্যারিয়ারে অভিনয় করেছেন ৪০০টিরও বেশি নাটকে।
অনুষ্ঠানে উপস্থাপিকার প্রশ্নে কেয়া পায়েলকে নিয়ে মত জানাতে গিয়ে আলভী বলেন, ‘ওভাররেটেড’। একই শব্দ ব্যবহার করে তিনি তাসনিয়া ফারিণ ও শবনম ফারিয়াকেও মূল্যায়ন করেন।
0 Comments