শনিবার (৯ আগস্ট) বিকেলে টঙ্গীর বনমালা রোডের একটি বাসার বাথরুমের কার্নিস থেকে পলিথিনে মোড়ানো বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।
বিকেলে র্যাব-১ এর অধিনায়ক কর্নেল আশিকুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ক্লুলেস এই হত্যা মামলার মূল হোতাসহ ২ জনকে প্রথমে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে র্যাব। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে, এ ঘটনায় জড়িত সন্দেহে বাপ্পি নামে আরও একজনকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। আসামিদের জিজ্ঞাসাবাদের পর টঙ্গীর বনমালার একটি বাসা থেকে ভুক্তভোগীর বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।
গত শুক্রবার (৮ আগস্ট) সকালে টঙ্গী পূর্ব থানার হাজীর বিরিয়ানির দোকানের সামনে সড়কের পাশে দু’টি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সেই ব্যাগদু’টি থেকে তীব্র দুর্গন্ধ ছড়ানোয় সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। একপর্যায়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে এসে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় লাশের কয়েকটি খণ্ডিত অংশ উদ্ধার করে।
তবে ওই সময় ট্রাভেল ব্যাগদু’টিতে মরদেহের মাথা পাওয়া যায়নি। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে। পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তায় ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়।
ক্লুলেস এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে এখন পর্যন্ত মূল হোতাসহ দুইজনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ ও গ্রেপ্তারদের পরিচয় সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এরমধ্যেই অভিযান চালিয়ে টয়লেটের ফলস ছাদ থেকে উদ্ধার হলো সেই বিচ্ছিন্ন মাথাটি।
এ ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা।
নিহত অলি নরসিংদী জেলা সদরের করিমপুর গ্রামের শুক্কুর আলী মাস্টারের বাড়ির সুরুজ মিয়ার ছেলে। গাজীপুরের আজমিরি পরিবহনের হেলপার হিসেবে কর্মরত ছিলেন তিনি।
0 Comments