সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ ও রহস্যে ভরা স্টোরি দিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান।


সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ ও রহস্যে ভরা স্টোরি দিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। তিনি মনে করেন, নীরবতা মানে কোনো শূন্যতা নয় বরং উত্তেজনাপূর্ণ কিছু ঘটার আগে শান্ত অবস্থা।
শুক্রবার (৮ আগস্ট) ফেসবুকের টেক্সট স্টোরিতে এ বিশেষ বার্তা দেন শাকিব। লেখেন,

বড় পর্দার স্বপ্ন, ভ্রমণ আর কাজের ঘুর্ণিঝড়ে দিনগুলো উড়ছে। সিনেমার চারাগাছ থেকে নতুন বড় উদ্যোগ-সবটাই দ্রুতগতিতে চলছে। কিন্তু বিশ্বাস রেখো, নীরবতা মানে কোনো শূন্যতা নয়; বরং এটি উত্তেজনাপূর্ণ কিছু ঘটার আগে শান্ত অবস্থা।
শাকিবের এমন ইঙ্গিতপূর্ণ পোস্টে উচ্ছ্বসিত ভক্তরা। হঠাৎ বিশ্বাস, নীরবতা, শূন্যতা নিয়ে এমন লেখা নেটিজেনদের ভাবিয়ে তুলেছে। এ লেখা শুধুই কি ভক্তদের উদ্দেশে, মন্তব্যের ঘরে এমনও মতামত জানাচ্ছেন কেউ কেউ।  
তবে বেশিরভাগ নেটিজেনদেরই দাবি, নিশ্চয়ই নতুন কোনো প্রোজেক্টে কাজ শুরু করতে যাচ্ছেন এ মেগাস্টার। সে খুশির আগাম বার্তাই ভক্তদের সঙ্গে শেয়ার করলেন ঢালিউড কিং।
এছাড়া, তিনি আরও জানান, "সতেজ, ভয়হীন, অবিস্মরণীয় আর প্রতিনিধিত্ব করার মতো কিছু নিয়ে দ্রুত ফিরছি।"

বর্তমানে শাকিব খান যুক্তরাষ্ট্রে অবসর সময় কাটাচ্ছেন, তবে তার এই নীরবতা ভেঙে ভক্তদের জন্য বিশেষ বার্তা প্রদান করেছেন। তার এই পোস্টে ভক্তরা উচ্ছ্বসিত হয়ে উঠেছেন এবং অনেকেই মনে করছেন যে, শাকিব নিশ্চয়ই নতুন কোনো প্রোজেক্টে কাজ শুরু করতে যাচ্ছেন।

জানা গেছে, চলতি বছর বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিক আকবরের ক্রাইম-থ্রিলারধর্মী হলিউড সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করার কথা রয়েছে শাকিব খানের। এছাড়া, বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত নতুন সিনেমাতেও তাকে দেখা যেতে পারে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, শাকিব খান চলতি মাসের শেষের দিকে দেশে ফেরার পরিকল্পনা করেছেন।


 

Post a Comment

0 Comments