লাল শাড়ি-পাঞ্জবিতে মন্দিরে গেলেন তারকাজুটি।



দীর্ঘ ৯ বছর পর 'ধূমকেতু' সিনেমার মাধ্যমে দেব-শুভশ্রীজুটি আবারও দেখা দিলেন ভক্তদের মাঝে। তারা আজও কতটা জনপ্রিয় তা বোঝা গেল দর্শক ভক্তদের উচ্ছ্বাসে। 'ধূমকেতু' মুক্তির একদিন আগে লাল শাড়ি-পাঞ্জবিতে মন্দিরে গেলেন তারকাজুটি।

'ধূমকেতু' তাদের বিচ্ছেদের পরের ছবি। তারপর আর কখনও কোনও ছবিতে তাদের একসঙ্গে দেখা যায়নি। শুধু তাই নয়। এই ৯ বছরে একসঙ্গে কোনও অনুষ্ঠানে তাদের সেভাবে দেখা যায়নি, কেবল একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান ছাড়া।

শুরু হয়েছে 'ধূমকেতু'র অগ্রিম টিকিট বিক্রি। টালিউড দুনিয়ায় ঝড় বয়ে যাচ্ছে সিনেমার টিকিট বিক্রিতে। একদিকে প্রিয় জুটিকে নতুন করে পাওয়ার খুশি অন্যদিকে তাদের কাঙ্খিত সিনেমা মুক্তি।

'ধূমকেতু'র ট্রেলার লঞ্চ ইভেন্টে সকলের সেই আশা পূরণ করেছিলেন দেব-শুভশ্রী। তাদের মধ্যে জমে থাকা সব মান অভিমান সরিয়ে এক মঞ্চে এসে দাঁড়িয়েছিলেন হাসি মুখে। সেই সন্ধ্যা যে এক নতুন ইতিহাস আর বন্ধুত্বের সাক্ষী হয়েছিল তা তো বলাই বাহুল্য।

ছবি মুক্তির আগে নৈহাটির মন্দিরে গিয়েছেন দেব-শুভশ্রী। তবে সেখানে তাদের একসঙ্গে আবার দেখা যাবে কিনা তা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছিল। অনেকে ভেবেছিলেন তারা আলাদা যাবেন, আবার অনেকে তাদের একসঙ্গে দেখতে পাবেন সেই আশায় ছিলেন।

দেব ও শুভশ্রী দু'জনের পেজ থেকেই তাদের সেই সুন্দর মুহূর্তের ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়া হয়। তাদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলী, সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত।

এ জুটি ২০১৫ সালে সর্বশেষ অভিনয় করছিলেন ‘ধূমকেতু’ সিনেমায়। সিনেমার কাজ ২০১৩ সালে শুরু হয়। দুই বছর সিনেমার শুটিং চলে। কিন্তু শেষে একাধিক কারণে ছবিটি আর মুক্তি পায় না। অবশেষে দীর্ঘ ৯ বছর পর প্রেক্ষাগৃহে ‘ধূমকেতু’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট।

কিন্তু এখানেই শেষ নয়। শেষ আসে বড় চমক। ভিড়ে ঠাসা জনতার মধ্যে দিয়ে, ভিড়ের আঁচ বাঁচিয়ে যত্ন করে শুভশ্রীকে আগলে, নায়িকার হাত ধরে তাঁকে গাড়িতে তুলে দেন দেব। তারপর সেই একই গাড়িতে উঠে পড়েন তিনি নিজেও। তাঁদের এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হয়েছে ভাইরাল। দেবের একটি ফ্যান পেজের পক্ষ থেকেও সেই ভিডিয়োটি সামনে আনা হয়েছে।


 

Post a Comment

0 Comments