ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি ব্যক্তিগত জীবন নিয়েই সবচেয়ে বেশি আলোচনায় থাকেন। প্রেম, বিয়ে কিংবা বিচ্ছেদ— সবকিছু নিয়েই ভক্তদের কৌতূহল থেমে থাকে না। এবারও এক রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে তার প্রেমের গুঞ্জন।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন পরীমণি। সেখানে তাকে কালো সানগ্লাস পরে দেখা যায়। ছবির ক্যাপশনে লেখেন— ‘এই সানগ্লাসটা আমার নয়, কিন্তু সে আমার! সবাইকে শুক্রবারের শুভেচ্ছা।’
এই ক্যাপশন ঘিরেই শুরু হয়েছে জল্পনা। ভক্তদের প্রশ্ন— ‘সে’ বলতে কাকে বোঝালেন নায়িকা? নতুন প্রেমে পড়লেন নাকি তিনি
ভক্তদের মন্তব্যেও মেতে উঠেছেন পরী। মুস্তাকীম মীম নামে একজন জানতে চান, ‘হু ইজ হি?’ উত্তরে পরীমণি হেসে লেখেন, ‘আপনি।’ আরেকজন জানতে চান, ‘আপনার কতজন ‘সে’ লাগে?’ জবাবে নায়িকা রসিকতা করে বলেন, ‘আপনি এটা গুনেও শেষ করতে পারবেন না প্রিয়।’
নায়িকার এমন মজার মন্তব্যে ভক্তরা দারুণ আনন্দ পেয়েছেন। তবে কার কথা ইঙ্গিত করেছেন— সে বিষয়ে কোনো স্পষ্ট জবাব দেননি তিনি।
প্রেমের সম্পর্কে জড়ানো চিত্রনায়িকা পরীমণির জন্য নতুন কোনো ঘটনা নয়। আবার এই সম্পর্ক নিয়ে কোনো রাখঢাক রাখেন না আলোচিত এই চিত্রনায়িকা। প্রেমিকসহ কাছের কয়েকজনকে নিয়ে যখন খুশি ঘুরতে বেরিয়ে পড়েন। হইহুল্লোড়ে থাকতে পছন্দ করেন পরীমণি। বছরের শুরুর দিকে কয়েক মাস ধরে ঢালিউডের আলোচিত এই চিত্রনায়িকার সঙ্গে তরুণ গায়ক শেখ সাদীর প্রেমের সম্পর্ক ওপেন সিক্রেট। তাদের একাধিক ফেসবুক পোস্ট ও ভিডিও ক্লিপ তেমনটাই জানান দেয়।পরীমণি তার খেয়ালখুশিতে চলেন। তার এই যেমন খুশি তেমন চলাটা ফেসবুক ওয়ালে চোখ রাখলেই বোঝা যায়।
তিন বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় চিত্রনায়িকা পরীমণির সঙ্গে নায়ক শরীফুল রাজের পরিচয় হয়। পরিচয় থেকে প্রণয়। এরপর এই দম্পতির একটি ছেলেসন্তান হয়। পরে তাদের সম্পর্কে ফাটল ধরে। প্রায় দেড় বছর আগে তাদের বিচ্ছেদ হয়। পরীমণি তার সন্তান ও কাজ নিয়ে ভীষণ ব্যস্ত আছেন। অন্যদিকে রাজও তার মতো করে ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মাঝেমধ্যে সন্তানের কারণে চলচ্চিত্রের এই দুই তারকার দেখা হয়।
0 Comments