চঞ্চল চৌধুরী বয়সে ছোট না হলে পায়ে হাত দিয়ে সালাম করতেন প্রসেনজিৎ


বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরীকে পছন্দ করেন পশ্চিমবঙ্গের তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এর আগেও নানা সময়ে চঞ্চলের প্রশংসা করেছেন, চঞ্চল কলকাতায় গিয়ে প্রসেনজিতের বাড়িতে গিয়ে দেখাও করেছিলেন। এবার এক ভিডিও বার্তায় চঞ্চলকে প্রশংসায় ভাসালেন প্রসেনজিৎ, যা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন চঞ্চল।

মাছরাঙা টেলিভিশনের ‘স্টার নাইট’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন চঞ্চল চৌধুরী। সেখানেই পর্দায় চঞ্চলকে দেখানো হয় প্রসেনজিতের ভিডিও বার্তা। যেখানে তিনি বলেন, ‘আজ যে মানুষটিকে নিয়ে কথা বলব, সে আমার মনের মানুষ। ওর অভিনয় নিয়ে মন্তব্য করার যোগ্যতা হয়তো আমার নেই, কিন্তু “মনপুরা” ছবিতে ওর কাজ আমাকে মুগ্ধ করেছিল। পরে শুনলাম আমরা একসঙ্গে “মনের মানুষ” করব—খুশিতে উচ্ছ্বসিত হয়েছিলাম।’
অভিনেতা আরও বলেন, ‘“পদাতিক” দেখে আমি আপ্লুত হয়েছিলাম। মৃণাল সেনের চরিত্রে এমন অভিনয় সহজ নয়। ও যদি আমার থেকে ছোট না হতো, হয়তো পায়ে হাত দিয়ে প্রণাম করতাম।’ প্রসেনজিতের মুখে এই কথা শুনে আবেগ সামলাতে পারেননি চঞ্চল। তাঁরও তখন চোখ ঝাপসা।


প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যোগ করেন, “তখনও আমি জানতাম না ওর সঙ্গে আমার এমন একটা সম্পর্ক তৈরি হবে। ‘মনের মানুষ’র পর থেকে আমরা প্রায়ই একবার না দুবার ফোনে কথা বলি। অভিনয় নিয়ে আলোচনা করি। আমাদের জীবন নিয়ে আলোচনা করি। এখান থেকে একটা ভালোলাগা ও ভালোবাসার জায়গা তৈরি হয়েছে।’

চঞ্চল চৌধুরী বয়সে ছোট না হলে পায়ে হাত দিয়ে সালাম করতেন প্রসেনজিৎ। অভিনেতার কথায়, “আমি সত্যি চঞ্চলকে ভালোবাসি, ভালোবাসাটা একদিকে ওকে আমি শ্রদ্ধাও করি। আমি ‘হাওয়া’ দেখতে নন্দনে গিয়েছিলাম। দর্শকের সঙ্গে বসে ‘হাওয়া’ এবং ‘দেবী’ সিনেমা দেখেছি। আমি চেয়েছিলাম ‘হাওয়া’ সিনেমা দর্শকদের সঙ্গে বসে দেখব।”


 

Post a Comment

0 Comments