পৃথিবীতে ধরে রাখার মতো কিছু নেই। খালি হাতে আসা হয়, আর খালি হাতেই যেতে হয়।


অভিনয়ের পাশাপাশি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব ছোট পর্দার অভিনেতা আরশ খান। বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে তাকে মন্তব্য করতে দেখা গেছে। 
এবার নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা তুলে ধরলেন অভিনেতা। 

শনিবার (৩০ আগস্ট) ফেসবুকের এক পোস্টে তিনি লেখেন, ‘আগে সম্পর্ক ধরে রাখতে চাইতাম, ছুটে যেত বারেবারে।

কেউ একজন উপদেশ দিয়েছিলেন টাকা ধরো, সম্পর্ক না। মেলাদিন ধরে সেই কথা পালন করতে গিয়ে অর্থ যা সঞ্চিত ছিল তা শেষের পথে প্রায়। পৃথিবীতে আসলে কিছুই ধরে রাখতে নেই।’
পোস্টের মন্তব্যের ঘরে অভিনেতার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন আরশের ভক্ত-অনুরাগীরা।

একজন লিখেছেন, ‘ঠিক বলেছেন। যা ভাগ্যে থাকবে, তা এমনিতেই থাকবে।’ অন্য একজন লিখেছেন, ‘পৃথিবীতে ধরে রাখার মতো কিছু নেই। খালি হাতে আসা হয়, আর খালি হাতেই যেতে হয়।

প্রতিবেদন লেখার আগ মুহূর্ত পর্যন্ত অভিনেতার পোস্টটিতে দেড় হাজারের বেশি রিয়্যাক্ট করেছেন নেটিজেনরা। পোস্টের মন্তব্যের ঘরে অভিনেতার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন আরশের ভক্ত-অনুরাগীরা। একজন লিখেছেন, ‘ঠিক বলেছেন। যা ভাগ্যে থাকবে তা এমনিতেই থাকবে।’ অন্য একজন লিখেছেন, ‘পৃথিবীতে ধরে রাখার মতো কিছু নেই। খালি হাতে আসা হয়, আর খালি হাতেই যেতে হয়।’

সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে কটূক্তি করে অভিনেতা স্বাধীন খসরু। এ ঘটনায় নিজের ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন আরশ খান। পোস্টে তিনি লেখেন, ‘রাজনৈতিক মতবাদ একজন মানুষের থাকতেই পারে। কিন্তু আপনি যখন একজন অভিনেতা তখন আপনার নূন্যতম বোধ থাকাটা জরুরী। আপনার বাচনভঙ্গি সুন্দর হওয়া জরুরী। পরিষ্কার মস্তিষ্কের পরিষ্কার ব্যবহার জরুরি।’  


 

Post a Comment

0 Comments