ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শুটিং দেখতে ভিড় জমান স্থানীয়রা। সেখানেই তাদের সঙ্গে পরিচালক ও কয়েকজন কলাকুশলীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কলার ধরে মারধর, চুল টানা-হেঁচড়া পর্যন্তও চলে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় পুলিশ কর্মকর্তা ও কিছু মানুষ এগিয়ে যায়।
একই স্থান থেকে অন্য একটি ভিডিওতে দেখা যায়, গাড়িতে বসে আছেন আয়ুষ্মান ও সারা- এমন সময়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। খুবই রাগের মাথায় সারাকে জবাব দিচ্ছেন অভিনেতা, আর এতে ক্ষুব্ধ হয়ে গাড়ি থেকে নেমে যান সারা। তবে এই দৃশ্য আসল ঘটনা, নাকি সিনেমার শুটিংয়ের অংশ- তা নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা।২০১৯ সালে মুক্তি পাওয়া ‘পতি পত্নী অউর ওহ’-এর এই সিক্যুয়েলে আয়ুষ্মান ও সারার পাশাপাশি অভিনয় করছেন ওয়ামিকা গাব্বিও। তবে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে পরিচালক বা প্রযোজনা দলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর অনেকে প্রশ্ন তুলেছেন, রিয়েল লোকেশনে নিরাপত্তার ঘাটতি ও ব্যবস্থাপনার দুর্বলতা নিয়েও। বলিউডে এরকম ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে নির্মাতাদের আরও সচেতনতার প্রয়োজন বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।
এই ঘটনা সিনেমার শুটিংয়ে সাময়িক বিঘ্ন ঘটালেও, দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে সিনেমাটিকে ঘিরে-এই নাটকীয় বাস্তবতা আসলেই শুটিংয়ের অংশ ছিল কি না, তা সময়ই বলবে।
0 Comments