রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ব্যাটারিচালিত অটোরিকশা দৌরাত্ম্য বন্ধ না হলে আগামী বছর থেকে গাড়ির ট্যাক্স দেবেন না বলে এক ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন তিনি।
তার এই ফেসবুক পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে চমক তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি লেখেন, ‘মেইন রোডে ব্যাটারিচালিত রিকশা চললে, সামনের বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দেব না।’এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ফেসবুকজুড়ে শুরু হয় বিতর্ক। কেউ সমর্থন জানাচ্ছেন, কেউ বা কটাক্ষ করছেন।
অনেকেই অভিনেত্রীর পক্ষ নিয়ে লিখেছেন, রাজধানীর ট্রাফিক জ্যামের অন্যতম কারণ এই অটোরিকশাগুলোর অনিয়ন্ত্রিত চলাচল। তারা মনে করেন, এগুলো শুধু জ্যামই বাড়ায় না সাধারণ মানুষের জন্য দুর্ঘটনার ঝুঁকিও বাড়ায়।
অন্যদিকে একাংশের মতে, মূল সড়কে অটোরিকশা চলাচলের পেছনে সরকারের অব্যবস্থাপনাই দায়ী।তাদের ভাষ্য, নিম্ন আয়ের মানুষের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে পরিকল্পিতভাবে ব্যাটারিচালিত রিকশার জন্য বিকল্প পথ ও নিয়মনীতি তৈরি করা দরকার।
চমক এর আগেও বিভিন্ন সামাজিক ইস্যুতে নিজের মত প্রকাশ করে আলোচনায় এসেছেন।
0 Comments