অপু বিশ্বাসের হাতে বর্তমানে কোনো নতুন সিনেমার কাজ নেই।




 চলচ্চিত্রে এখন আর নিয়মিত না হলেও, চিত্রনায়িকা অপু বিশ্বাস কিন্তু বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন ব্যবসা নিয়ে। বিভিন্ন শোরুমের উদ্বোধন, নিজের পার্লার পরিচালনা—সব মিলিয়ে এখন তিনি একেবারে ব্যবসায়ী মুডে।

সম্প্রতি আলোচিত টিকটকার প্রিন্স মামুনের ‘প্রিন্স কাট’ সেলুনটি কিনে নিয়েছেন নায়িকা- এমনই খবর কয়েকদিন ধরে। আর এ নিয়ে নেটিজেনদের মাঝে আলোচনাও হয়েছে বিস্তর।এ নিয়ে প্রিন্স মামুন সাংবাদিকদের বলেন, ‘অপু আপুর সঙ্গে এটা নিয়ে কি ডিল হয়েছে, আমরা সব বিস্তারিত পরে জানাব। সেলুনটি এখন অপু আপু পরিচালনা করছেন।’

এরপর সাংবাদিকদের মুখোমুখি হন অপু বিশ্বাস।চলচ্চিত্র থেকে দূরে থাকলেও সাম্প্রতিক সময়ে ব্যবসায়িক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। নিজের একটি পার্লার থাকার পাশাপাশি বিভিন্ন শোরুমের ফিতা কেটেও তার ব্যস্ততা চলছে। সম্প্রতি তিনি আলোচিত টিকটকার প্রিন্স মামুনের ‘প্রিন্স কাট’ সেলুনটি কিনে নিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছিল। এ নিয়ে নেটিজেনদের মধ্যে বিস্তর আলোচনাও হয়েছে। অবশেষে এই বিষয়ে মুখ খুলেছেন অপু বিশ্বাস।প্রিন্স মামুনের সেলুনটি জোর করে কিনে নেওয়ার যে অভিযোগ উঠেছিল, সে প্রসঙ্গে অপু বিশ্বাস সাংবাদিকদের বলেন, 'যখন কোনো কিছু বিক্রি হয়ে যায়, তখন সেটা তারই হয়ে যায়।' তিনি আরও জানান, এই সেলুনটি তিনজন মিলে পরিচালনা করবেন। তারা হলেন— অপু বিশ্বাস, মাসুদ খান এবং কাজী মাহফুজ।

এর আগে প্রিন্স মামুন সাংবাদিকদের নিশ্চিত করে বলেছিলেন, 'অপু আপুর সঙ্গে এটা নিয়ে কি ডিল হয়েছে, আমরা সব বিস্তারিত পরে জানাব। সেলুনটি এখন অপু আপু পরিচালনা করছেন।'


অপু বিশ্বাসের হাতে বর্তমানে কোনো নতুন সিনেমার কাজ নেই। তাই নিজের ব্যবসার পরিধি বাড়াতে তিনি বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন।

Post a Comment

0 Comments