বাংলাদেশের সমকালীন সিনেমাটোগ্রাফির জগতে জনপ্রিয় নাম মিঠু মনির।



 বাংলাদেশের সমকালীন সিনেমাটোগ্রাফির জগতে জনপ্রিয় নাম মিঠু মনির। তিনি শুধুই একজন ক্যামেরা অপারেটর নন, বরং প্রতিটি দৃশ্যের মাঝে যিনি প্রাণ প্রতিষ্ঠা করেন আলো, ছায়া, রং ও রূপের এক অপূর্ব সিম্ফনিতে। তার নান্দনিক ও উত্তরাধুনিক সিনেমাটোগ্রাফিতে বাংলাদেশের বিজ্ঞাপন, টিভি নাটক ও চলচ্চিত্র জগৎ পেয়েছে অনন্য এক মাত্রা। পরবর্তী প্রজন্মের জন্য তিনি নির্মাণ করেছেন মসৃণ এক সিনেমাটোগ্রাফিক ওয়ার্ল্ড।

মিঠু মনিরের জন্ম নরসিংদীর হাসনাবাদ গ্রামে। শৈশবের প্রাণবন্ত দুরন্তপনা, কৈশোরের কৌতূহল আর তারুণ্যের আবেগ ও ভালোলাগা নিয়ে তিনি ঢুকে পড়েন সিনেমাটোগ্রাফির জগতে। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সিনেমাটোগ্রাফির ওপর কোর্স সম্পন্ন করে হাতে তুলে নেন ক্যামেরা—যা শুধুমাত্র একটা যন্ত্রই নয়, বরং অনুভবের আয়না। বিশ্বখ্যাত সংবাদমাধ্যম বিবিসিতে কাজের অভিজ্ঞতা ও ২০১৪ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের লাইভ ক্যামেরা পরিচালনার দুঃসাহসিকতা তাকে পেশাগতভাবে আরো দৃঢ় করে তোলে।

মিঠু মনিরের অসংখ্য নন্দতাত্ত্বিক সৃজনকর্মের মধ্যে ‘জামদানি’ চলচ্চিত্রের সৃজনশীলতা তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। অনিরুদ্ধ রাসেল পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ‘জামদানি’ চলচ্চিত্রটির মাধ্যমে তিনি যেমন ফ্রেম ও মনস্তাত্ত্বের গভীরতা ছুঁয়েছেন, তেমনই অরণ্য পলাশের ‘গন্তব্য’, অনন্য মামুনের ‘ইন্দুবালা’ বা রফিক শিকদারের ‘হৃদয় জুড়ে’-র মতো চলচ্চিত্রে তার ক্যামেরার ভাষা এক নতুন ও নান্দনিক দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। মিঠু মনিরের আরেকটি দারুণ শক্তি হলো কালার গ্রেডিংয়ের প্রতি তার সংবেদনশীল দৃষ্টিভঙ্গি। তার সিনেমাটোগ্রাফিতে নির্মিত চলচ্চিত্রের প্রতিটি রং—একটি গল্প বলে, একটি মনস্তাত্ত্বিক আবস্থা প্রকাশ করে।

বাংলাদেশের টিভি নাটক ও বিজ্ঞাপনচিত্রে  মিঠু মনিরের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও, তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন চলচ্চিত্রের কাজে। এ সম্পর্কে তিনি বলেন—"চলচ্চিত্রের বড় ক্যানভাসে কাজ করার চ্যালেঞ্জ আমাকে আনন্দ দেয়। এখানে প্রতিটি ফ্রেমের সাথে আলো ও ছায়া নিয়ে খেলা করার ব্যাপক সুযোগ পাই। নিজেকে প্রমাণের জন্য রয়েছে অবারিত স্পেস, অর্থাৎ এখানে সিনেমাটোগ্রাফি করে আমার আমিকে একজন শিল্পী হিসেবে ভাবতে পারি।”

মিঠু মনির, স্ক্রিপ্ট হাতে পেয়ে সবকিছুর আগে তা পড়েন গভীর মনোযোগে। কারণ, ফ্রেম সাজানোর জন্য কেবল ক্যামেরার জ্ঞান নয়, দরকার অনুভব করার ক্ষমতা। এই অভ্যাসই তাকে দিয়েছে আলাদা মর্যাদা। তার প্রিয় সিনেমাটোগ্রাফারদের তালিকায় আছে—কামরুল হাসান খসরু ও রাশেদ জামান। উল্লেখ্য, মিঠু মনির তার অনন্য দক্ষতায় রফিক শিকদারের 'হৃদয় জুড়ে' চলচ্চিত্রের গানগুলো চিত্রায়ণ করেন। এর স্বীকৃতি স্বরূপ কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক বেলাল খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।


Post a Comment

0 Comments