টালিউড অভিনেত্রী নুসরাত জাহান এবার ভক্তদের দিলেন এক ভিন্ন চমক।


টালিউড অভিনেত্রী নুসরাত জাহান এবার ভক্তদের দিলেন এক ভিন্ন চমক। কাজের ব্যস্ততার ফাঁকে ছেলের সঙ্গে খুনসুটি করে কাটানো এক মিষ্টি মুহূর্ত নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন তিনি। যদিও সামাজিক মাধ্যমে ছেলের ছবি সচরাচর না দিলেও এবার ছেলের সঙ্গে একেবারে ঘরোয়া লুকে ধরা দিলেন অভিনেত্রী।

সেই ভিডিওতে ভালোবাসার ইমোজি দিয়েছেন অভিনেতা স্বামী যশ দাশগুপ্তও। চারদিকে যখন তাদের বিয়ে ভাঙা নিয়ে নানা গুঞ্জন, ঠিক সেই সময় এমন সুন্দর মুহূর্ত নজর কেড়েছে দর্শকদের।

সামাজিক মাধ্যমে ভিডিও শেয়ার করে ক্যাপশনে নুসরাত জাহান লিখেছেন— মা ও ছেলের ড্রামা। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলছে ‘রক্তবীজ ২’-এর ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’-এর মিউজিক। ছেলে যে বিনা বাধায় বর্ডার ক্রস করছে এ কথা বলাই যায়। ক্যামেরার সামনে একঝলক আসতে গিয়েও কিছুটা পিছিয়ে গেল ঈশান। তাকে দেখার জন্য এদিকে মুখিয়ে দর্শকরা। নেটিজেনরা বলছেন, বাবার মতো এত সুন্দর গাড়ি চালায় ঈশান, একঝলক মুখ দেখালে হতো না?
অভিনেত্রীর ভিডিওতে ভালোবাসার ইমোজি দিয়েছেন যশ দাশগুপ্তও। চারদিকে যখন তাদের বিয়ে ভাঙা নিয়ে নানা গুঞ্জন, তখন এমন সুন্দর মুহূর্ত নজর কেড়েছে দর্শকের।শুধু ছুটছে বললেও ভুল হবে। কখনো নুসরাতের মাথায় উঠে যাচ্ছে গাড়ি। কখনো আবার গায়ের ওপর দিয়ে গাড়ি ছুটছে গতি বাড়িয়ে। অবাক হয়েই নুসরতকে বলতে শোনা গেল, ‘কেন তোমার গাড়ি এভাবে আমার গায়ের ওপর দিয়ে ছুটছে?’ অপর প্রান্ত থেকে যদিও কোনো উত্তর এলো না।


 

Post a Comment

0 Comments