কিছুদিন আগে ঢাকাই মেগাস্টার শাকিব খান জানান, নির্মাতা সাকিব ফাহাদের নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। চলতি বছরেই আসছে ছবিটি, যার নাম ‘সোলজার’।
এরই মধ্যে শোনা যাচ্ছে, এই সিনেমায় শাকিব খানের সঙ্গে এবার জুটি বাঁধতে যাচ্ছেন দুই নায়িকা। তাদের একজন অভিনেত্রী তানজিন তিশা ও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী। সদ্যই গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে একটি সংশ্লিষ্ট একটি সূত্র।
সূত্রটি জানিয়েছে, দুজনের সঙ্গেই নাকি আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে, আর আনুষ্ঠানিক চুক্তি শিগগিরই সম্পন্ন হবে।যদিও এখন পর্যন্ত এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন নায়িকা থেকে পরিচালক সবাই।
এও খবর, এখন পর্যন্ত মৌখিকভাবে চূড়ান্ত হলেও আগামী সপ্তাহেই সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হবার কথা রয়েছে তিশার। এর পরই সেপ্টেম্বরের মাঝামাঝিতে ক্যামেরার সামনে দাঁড়াবেন বলে ঘনিষ্ঠ সূত্রে খবর।
0 Comments