নাটকের অভিনেত্রী সামিরা খান মাহি। একসময় গতানুগতিক সব ধরনের গল্পের নাটকেই তার উপস্থিতি মিলত। তবে সাম্প্রতিক সময়ে কাজের সংখ্যা বৃদ্ধির চেয়ে, মানের দিকেই তার বেশি নজর। তাই নতুন কোনো কাজে যুক্ত হতে ভাবছেন বারবার।
গল্পে নতুনত্ব ও চরিত্রে বৈচিত্র্য থাকলে তবেই কাজ করছেন। দুদিন ধরে অন্তর্জালে ইতিবাচক চর্চায় সামিরা খান মাহির একটি ছবি। ইমরাউল রাফাতের নাটক ‘বকুল ফুল’-এর দৃশ্য এটি। অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন কামরুল ইসলাম
গল্পে নতুনত্ব ও চরিত্রে বৈচিত্র্য থাকলে তবেই কাজ করছেন। দুদিন ধরে অন্তর্জালে ইতিবাচক চর্চায় সামিরা খান মাহির একটি ছবি। ইমরাউল রাফাতের নাটক ‘বকুল ফুল’-এর দৃশ্য এটি। অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন কামরুল ইসলাম
ভালো তো অবশ্যই লাগছে। রাফাত ভাই একদিন বললেন, ‘এ রকম একটা গল্প ভাবছি; কিন্তু এর জন্য অনেক কাজ করতে হবে, পড়াশোনা, প্রস্তুতি লাগবে।’ এ রকম সময় নিয়ে নাটকের কাজ তো আমাদের এখানে কমই হয়। সে জায়গা থেকে ‘বকুল ফুল’ দেখে যদি একজনও প্রশংসা করেন, তাতেই আমাদের শ্রমের সার্থকতা।
শুটিং সেট থেকে বের হওয়ামাত্র ভুলেই যাই, আমি একজন অভিনেত্রী। এতটাই সাধারণ জীবনযাপন করি আমি। বাসার প্রয়োজনে বাজারে, দোকানে যাই। মাঝেমধ্যে খেয়াল করি, মানুষ আমাকে দেখে ফিসফিস করছে, আড় চোখে তাকাচ্ছে। পরে হঠাৎ খেয়াল আসে, আরে আমি তো মাস্ক পরিনি! এ রকম নরমাল লাইফ লিড করি আমি এবং এতেই আমার স্বাচ্ছন্দ্য।
আমার বিয়েতে একদম সিম্পল সাজ নেব। যদি বিয়ে করি আরকি।১ আগস্ট টিভিতে প্রচারিত হয়েছে চয়নিকা চৌধুরীর ‘একটি পুরনো ছবি’। এতে গুণী মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে অভিনয় করেছেন। কেমন অভিজ্ঞতা হলো?
এ নাটকের শুটিংয়ে উনার সঙ্গে প্রথমবার দেখা। ওই যে সবাই বলেন, তিনি আইডল, সুপারমডেল, সবার আইকন। প্রথম দেখাতে আমিও বুঝতে পেরেছি, শি ইজ সামথিং লাইক দ্যাট। শুটিং সেটে বসে ওনার গল্প শুনছিলাম, ক্যারিয়ারের সঙ্গে তিনি সংসারও কিভাবে সামলে রাখেন, শুনে মুগ্ধ হয়ে গেলাম। আরেকটা বিষয় হলো, শুটিংয়ে উনার শট শেষ হওয়ার পর পোশাক বদলে একদম পরিপাটি হয়ে বসে থাকেন তিনি। আমরা, অন্যরা সাধারণত শট দেওয়ার পর একটু ঝিমিয়ে পড়ি, শুয়ে থাকি। কিন্তু তিনি একদম ফিটফাট থাকেন। আমার প্রজন্মের সবাই তো উনাকে দেখে বড় হয়েছি। এখনো তিনি আগের মতোই সুন্দর।
নতুন আর কী করছেন?
বেশ কয়েকটি নাটক করলাম সম্প্রতি। দুদিন আগে আলোক হাসানের একটি নাটক করেছি, সঙ্গে শরাফ আহমেদ জীবন ভাই আছেন। এ ছাড়া মাবরুর রশীদ বান্নাহ, সকাল আহমেদ ও মহিদুল মহিমের নাটকও করেছি। সব মিলে ব্যস্ততার মধ্যেই আছি।
0 Comments