টেলিভিশনের জনপ্রিয় মুখ প্রিয়া মারাঠে আর নেই।


টেলিভিশনের জনপ্রিয় মুখ প্রিয়া মারাঠে আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে গতকাল রোববার ভোর চারটায় মুম্বাইয়ের মীরা রোডের নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর। তাঁর স্বামী স্বামী শান্তনু মোগেও অভিনেতা; মারাঠি টেলিভিশনে ছত্রপতি শিবাজির চরিত্রে পরিচিত মুখ। সারা ভারতে ছোট পর্দার দর্শকদের কাছে তিনি ছিলেন জনপ্রিয় মুখ, বাংলাদেশেও তাঁর পরিচিতি রয়েছে।

প্রিয়া মারাঠে প্রথম অভিনয় করেন ২০০৫ সালে ‘ইয়া সুখানো ইয়া’ নামের মারাঠি ধারাবাহিকে। এরপর তিনি কাজ করেছেন দীর্ঘকালীন সিরিয়াল ‘চার দিবস সাসুছে’-তে। মারাঠি থেকে বলিউডে প্রবেশ করেন ২০০৮ সালে, মিলিন্দ উকের চলচ্চিত্র ‘হমনে জিনা শিখ লিয়া’-তে অভিনয়ের মাধ্যমে।
হিন্দি টেলিভিশনে প্রবেশের পর প্রিয়া সবচেয়ে বেশি পরিচিতি পান একতা কাপুর প্রযোজিত জনপ্রিয় সিরিয়াল ‘পবিত্র রিশতা’-য়। সেখানে তিনি অভিনয় করেছিলেন বর্ষা দেশপান্ডে ও ঝুমরির চরিত্রে। এ ধারাবাহিকে ছিলেন প্রয়াত সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডে।

প্রিয়ার সহ-অভিনেত্রী উষা নাদকার্নি শোক প্রকাশ করে বলেন, ‘আমি শুনেছিলাম ওর ক্যানসার হয়েছে। পরে অপারেশন করেছিল, আবার কাজেও ফিরেছিল। তবে সম্প্রতি জানতে পারি, ওর অবস্থা ভালো নয়। শেষ কদিন আগে স্বামী আমাদের দেখতে যেতে মানা করেছিলেন। হয়তো চিকিৎসার কারণে মাথার চুল পড়ে গিয়েছিল বলে তিনি লজ্জা পাচ্ছিলেন। ভীষণ কষ্ট লাগছে। এত অল্প বয়সে কেউ চলে যায় কেমন করে? ঈশ্বর এত নিষ্ঠুর হতে পারেন?’

তার শরীরে কখন মরণব্যাধি ক্যানসার দানা বেঁধেছিল বুঝতে পারেননি। যখন ধরা পড়ল তখন অনেকটাই দেরি হয়ে গেছে। চিকিৎসাও নিয়েছিলেন। কিন্তু অবস্থার উন্নতি হয়নি। শেষ পর্যন্ত ক্যানসারের কাছে পরাজয় মেনে আজ পরপাড়ে পাড়ি জমান এই অভিনেত্রী। তার এ অকাল প্রয়াণে শোকের ছাড়া নেমে এসেছে ভারতীয় শোবিজ অঙ্গনে। প্রসঙ্গত, প্রিয়া মারাঠে ১৯৮৭ সালের ২৩ এপ্রিল জন্মগ্রহণ করেন। অভিনয়ের প্রতি ঝোঁক থাকায় মুম্বাইয়ে বেড়ে ওঠা প্রিয়া পড়াশোনা শেষ করেই অভিনয় জগতে পা রাখেন। হিন্দি ও মারাঠি সিরিয়ালে নিয়মিত কাজ করেন। স্ট্যান্ড-আপ কমেডিয়ানও ছিলেন এ অভিনেত্রী।



 

Post a Comment

0 Comments