সাইফ আলি খান ও কারিনা কাপুর বিচ্ছেদের দিকে


বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান নাকি বিচ্ছেদের দিকে যাচ্ছেন। এমনটাই দাবি করেছেন পাকিস্তানি সাংবাদিক মুবাশ্বের লুকমান।

পাকিস্তান পয়েন্টের প্রতিবেদন থেকে জানা যায়, সোশ্যাল মিডিয়ায় লুকমানের একটি ভিডিও ক্লিপ ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে, যেখানে তিনি দম্পতির বৈবাহিক সমস্যা নিয়ে আলোচনা করছেন এবং দাবি করছেন যে সাইফ ভারত ছেড়ে কাতারে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন।


বিখ্যাত পাকিস্তানি উপস্থাপক এবং টেলিভিশন উপস্থাপক মুবাশ্বের লুকমান গত বৃহস্পতিবার (৩১ জুলাই) বিতর্কের জন্ম দিয়েছেন, দাবি করেছেন যে বলিউডের শক্তিমান দম্পতি সাইফ আলি খান এবং কারিনা কাপুর বিবাহ বিচ্ছেদের দ্বারপ্রান্তে।

ভাইরাল ভিডিওতে লুকমান বলছেন, ‘ভারতীয় গণমাধ্যম সূত্রে তিনি জেনেছেন সাইফকে হাতেনাতে ধরা পড়ার কারণে সাইফ ও কারিনা বিবাহবিচ্ছেদের দিকে এগিয়ে যাচ্ছেন। সাইফের ওপর আক্রমণ অন্য কেউ করেনি- কারিনা নিজেই করেছিলেন।’

মুবাসের আরও দাবি করেন, কারিনা নাকি সাইফকে হাতেনাতে ধরেন অন্য এক নারীর সঙ্গে। সেখান থেকেই দাম্পত্য সম্পর্কে চিড় ধরেছে। শুধু তাই নয়, সাইফ নাকি কাতারে গিয়ে পাকাপাকিভাবে থাকতে চাইছেন। কিন্তু কারিনা দেশ ছেড়ে বিদেশে গিয়ে বসবাস করতে রাজি নন। এ বিষয় নিয়েও তাদের মধ্যে তীব্র মনোমালিন্য তৈরি হয়েছে।

এর মাঝেই আরও বিস্ফোরক দাবি করেন পাক সাংবাদিক। তিনি বলেন, সাইফ আলি খানের ওপর যে হামলা হয়েছিল, তার নেপথ্যেও নাকি কারিনা কাপুর জড়িত ছিলেন। তবে এ দাবি পুরোপুরি ভিত্তিহীন বলেই মনে করছেন বলিপাড়ার একাংশ। কারণ সাইফ-কারিনার পক্ষ থেকে এখনো এ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

সবচেয়ে বিস্ফোরক অভিযোগ, সাইফের উপর অতীতে যে হামলা হয়েছিল, তার পেছনেও নাকি কারিনার হাত রয়েছে—এমনও দাবি করেছেন মুবাসের। যদিও এই দাবিগুলোর সঙ্গে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।

এই খবর প্রকাশ্যে আসতেই বলিউডে শুরু হয় জল্পনা-কল্পনা। তবে সাইফ কিংবা কারিনা এখনও পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি। বলিউডের একাংশ এই গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তারা মনে করছেন, এটি নিছকই গসিপ এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা হতে পারে।

এক সিনিয়র প্রযোজক বলেন, ‘কারিনা ও সাইফ ব্যক্তিগত জীবন নিয়ে খুবই সচেতন। তারা মিডিয়ার সামনে সবসময়ই দায়িত্বশীল দম্পতি হিসেবে ধরা দিয়েছেন। কোনো অফিসিয়াল বিবৃতি ছাড়া এই ধরনের দাবি করা খুবই অসংবেদনশীল।’

সাইফ আলি খান ও কারিনা কাপুরের প্রেম কাহিনি শুরু হয় ২০০৭ সালের দিকে। দীর্ঘ প্রেমের পর ২০১২ সালে তারা বিয়ে করেন। এর আগে সাইফের প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী অমৃতা সিং, যার সঙ্গে তার দুটি সন্তান রয়েছে।


বিয়ের পর কারিনা নিজের ক্যারিয়ার ও সংসার—দুই-ই চালিয়ে নিয়ে গেছেন দক্ষতার সঙ্গে। তিনি বলেন, ‘আমি একজন স্ত্রী, মা এবং অভিনেত্রী—এই তিনটি পরিচয়ই আমার জীবনের অংশ, এবং আমি প্রতিটা উপভোগ করি।’

পাকিস্তানি সাংবাদিকের এই দাবির পেছনে সত্যতা কতটা রয়েছে তা সময়ই বলবে। বলিউডে আগেও বহুবার তারকাদের বিচ্ছেদ নিয়ে গুজব উঠেছে, যার অনেকটাই মিথ্যা প্রমাণিত হয়েছে পরে। তেমনই, হয়তো এটি আবারও একটি গসিপ বুদবুদ হয়ে মিলিয়ে যাবে।

তবে ভক্তরা চাইছেন—সাইফ-কারিনা নিজেরা এসে এই বিষয়ে স্পষ্ট বার্তা দিন। তাদের মতে, “আমরা চাই, তারা ভালো থাকুক। এই ধরনের গুজব থেকে তারা যেন সুরক্ষিত থাকেন।”



 

Post a Comment

0 Comments