টালিউড অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায় বিবাহিত জীবন নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।


টালিউড অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায় বিবাহিত জীবন নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। কারণ স্বামীর প্রতি তার একাধিক নারীসঙ্গ ও দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে। এসবের মধ্যে আরও কঠিনতম এক ঘটনার মুখোমুখি হতে হয়েছে তাকে।
সামাজিক মাধ্যমে বিস্ফোরক অভিযোগ করে প্রশ্ন ছুঁড়ে ট্যাগ করলেন নারী কমিশন এবং শিশু সুরক্ষা কমিশনকে। বললেন, আইন কি শুধু প্রভাবশালীদের পক্ষে কথা বলে?


নিজের ফেসবুক প্রোফাইলে রিয়া লেখেন,“আইনত এখনও বিবাহিত ও দুই সন্তানের বাবা হওয়া সত্ত্বেও (মিস্টার অরিন্দম চক্রবর্তী) নিজের বাড়িতে রক্ষিতাটাকে এনে কি রাখা যায়? আমাদের ভারতীয় আইন কি বলে?”

এর পাশাপাশি তিনি আরও লেখেন, “বাড়ির লোকেদের পূর্ণ সমর্থন রয়েছে এই লিভ-ইনে। শুধুই কি উচ্চপদস্থ সরকারি অফিসার বলে তার এই বাড়তি ‘সাহস’? সরকারি চাকরি করেও কিভাবে ওয়েব সিরিজ ও ফিল্ম পরিচালনা করছেন, সেটাও প্রশ্ন।”

তিনি লেখেন,“আমি এতটা সহ্য করেছি শুধু সন্তানদের মুখের কথা ভেবে। কিন্তু আজ যা জানলাম, তাতে আর চুপ থাকা যায় না।”
রিয়ার লাইভের জবাবে অরিন্দমও একটি ফেসবুক লাইভ করে জানান, তার বিরুদ্ধে তোলা অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি চাকরি ছেড়ে দেবেন। এমনকি তার স্ত্রীর বিরুদ্ধেও নানা অভিযোগ তোলেন এ পরিচালক।

এ প্রসঙ্গে এবার লাইভে এসে অনুরাগীদের সঙ্গে কথা বললেন রিয়া। অভিনেত্রী বলেন, ‘‘এটা হয়তো আমার শেষবারের মতো লাইভে আসা। আমিও চেয়েছিলাম দুটো পরিবার একসঙ্গে আলোচনায় বসে শান্ত ভাবে, ঠান্ডা মাথায় এটা মিটে যাক। আজ থেকে ১২ বছর আগে পথচলা শুরু। তখন আমাদের মধ্যে যে সম্মান, ভালোবাসা ছিল, সেটি আজ আর নেই।’’

এদিকে রিয়া তার স্বামীর বর্তমান প্রেমিকার বিরুদ্ধেও নানা তথ্যপ্রমাণ তুলে ধরেন ওই লাইভের মাধ্যমেই। অভিনেত্রী জানান, সে লাইভে এসে বলেছে যে পরকীয়া যে কেউই করতে পারে। কিন্তু এর প্রভাব তো আমাদের সন্তানদের উপর এসে পড়ছে। তার কারণে অন্যকে কেনো ক্ষতির মুখে পড়তে হবে! 


 

Post a Comment

0 Comments