তিন দশক ধরে বলিউড শাসন করছেন শাহরুখ খান। যুগের পর যুগ বক্স অফিসে রাজত্ব করেছেন, পেয়েছেন কোটি দর্শকের ভালোবাসা। খেতাব পেয়েছেন বলিউড বাদশার। অভিনয়ে বলিউডে একচ্ছত্র আধিপত্য থাকলেও ক্যারিয়ারে মেলেনি চলচ্চিত্র পুরস্কার। অবশেষে তার হাতে উঠেছে সেই পুরস্কার।
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের সুবাদে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেলেন তিনি।
শুক্রবার (১ আগস্ট) দেশটির রাজধানী নয়া দিল্লিতে সেরা ছবি, অভিনয়শিল্পী এবং কলাকুশলীদের পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা ঘোষণা করেছেন প্রবীণ চলচ্চিত্র নির্মাতা আশুতোষ গোয়ারিকর। এই বছরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি বেশ কয়েকটি কারণে উল্লেখযোগ্য।
বলিউড বাদশাহ শাহরুখ খান সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। যা তার ৩৩ বছরের ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন। এটি তার ভক্তদের জন্য একটি বিশেষ মুহূর্ত।
‘কিং খান’ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত এই সুপারস্টারের ঝুলিতে অসংখ্য ব্লকবাস্টার হিট সিনেমা রয়েছে। এদিকে ‘জাওয়ান’ -এ তার অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন।
‘কিং খান’ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত এই সুপারস্টারের ঝুলিতে অসংখ্য ব্লকবাস্টার হিট সিনেমা রয়েছে। এদিকে ‘জাওয়ান’ -এ তার অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন।
১৯৯২ সালে ‘দিওয়ানা’ চলচ্চিত্র দিয়ে অভিষেক ঘটে শাহরুখ খানের। প্রায় সাড়ে তিন দশকের ক্যারিয়ারে ডর, বাজিগর, দিল সে, কুছ কুছ হোতা হ্যায়, দেবদাস, বীর-জারা, চাক দে ইন্ডিয়া, মাই নেম ইজ খান-এর আলোচিত সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান।
২০২৩ সালে মুক্তি পেয়েছে শাহরুখের তিন সিনেমা পাঠান, জওয়ান ও ডানকি। ছবি তিনটি প্রেক্ষাগৃহে দর্শকের ঢল নামিয়েছে। এসব সিনেমা কাঁড়ি কাঁড়ি অর্থ আয় করেছেন প্রযোজকেরা। শাহরুখ খান কিং ছবির শুটিং করছেন, ছবিটি ২০২৬ সালে মুক্তি পাবে।
অন্যদিকে বিক্রান্ত ম্যাসিও প্রথম বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন। অন্যদিকে তার ‘টুয়েলভথ ফেল’ সিনেমা পাচ্ছে সেরা সিনেমার পুরস্কার।
এছাড়া, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন রানী মুখার্জি। ফিচার ফিল্ম ক্যাটাগরিতে সেরা হিন্দি সিনেমার পুরস্কার পাচ্ছে কাঁঠাল। দ্য কেরালা স্টোরি সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন সুদীপ্ত সেন।
0 Comments