বিচ্ছেদের খবর দিয়ে সপ্তাহজুড়ে আলোচনায় ছিলেন ‘দুষ্টু কোকিল’ গায়িকা। এক দীর্ঘ ফেসবুক পোস্টে গোলাম মোহাম্মদ গহিনের সঙ্গে দাম্পত্যজীবনের ইতি টানার খবর দেন কনা। জানান, আগেই [১৬ জুন] বিচ্ছেদ সম্পন্ন হয়েছে তাঁদের। এর আগে অবশ্য গুজব রটেছিল, গিটারিস্ট শুভ্রর সঙ্গে সম্পর্কে রয়েছেন কনা।যদিও এ বিষয়ে কিছু না বলে বিচ্ছেদের খবর দেন গায়িকা।
0 Comments