জায়েদ খানের জন্মদিনে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।


চিত্রনায়ক জায়েদ খানের জন্মদিন আজ বুধবার (৩০ জুলাই)। তিনি বর্তমানে স্থায়ী হয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে একটি সংবাদ মাধ্যমে বিনোদন জগতটাকে প্রতিনিধিত্ব করছেন অভিনেতা।

জায়েদ খানের জন্মদিনে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। শুভ্র সাদা পোশাকে দুজনের একটি ছবি শেয়ার করেছেন তিনি।

দুজনেই মাথায় একই প্যাটার্নের হ্যাট পরা। কালো সানগ্লাসে বেশ হাসিখুশিই দেখাচ্ছে তাদের।

জায়েদ খান ২০০৬ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন মহম্মদ হাননান, যেখানে তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর।

অন্যদিকে, প্রার্থনা ফারদিন দীঘি একজন চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল। তার বাবা সুব্রত চক্রবর্তী চলচ্চিত্র অভিনেতা এবং মা প্রয়াত দোয়েল ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী। চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সকলের নজরে আসেন দিঘী।  

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। জুলাই বিপ্লবের আগে থেকেই স্টেজ শোয়ের কারণে তিনি অবস্থান করছিলেন যুক্তরাষ্ট্রে। এরপর এখন পর্যন্ত আর তিনি দেশে ফিরেননি। অনুমান করা যাচ্ছে, সহসা তিনি দেশে ফিরবেনও না।

নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা ভাষাভাষীদের গণমাধ্যম ‘ঠিকানা’য় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের বিশেষ শোয়ের মাধ্যমে প্রথমবার হোস্ট হিসেবে অভিষেক হয়েছে তার।

প্রযোজক মাহমুদ হক শামীমের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে কাজ করার সুযোগ পান জায়েদ খান। তার প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা ভালোবাসা’। মুহাম্মদ হান্নান পরিচালিত এ সিনেমাতে শাবনূর ও রিয়াজের সঙ্গে সহ-নায়ক হিসেবে অভিনয় করেন তিনি। গুণী এই দুই অভিনয়শিল্পীর সঙ্গে তাল মিলিয়ে নিজের অভিনয় ক্ষমতা প্রমাণ করেছেন জায়েদ খান। এর পরপরই হাতে আসতে থাকে একের পর এক সিনেমা।

বেশ কিছু সিনেমায় সহ-নায়ক হিসেবে অভিনয় করলেও জায়েদের ভাগ্যের চাকা ঘুরে ২০১২ সালে। এ বছরই তার হাতে আসে ‘বাংলা ভাই’ নামের একটি সিনেমা। এ সিনেমায় জায়েদ খান অভিনয় করেন মূল ভূমিকায়। জায়েদ খানের উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো ‘তোকে ভালোবাসতেই হবে’, ‘প্রেম করবো তোমার সাথে’, ‘আত্মগোপন’, ‘জমিদার বাড়ির মেয়ে’, ‘পাপের প্রায়শ্চিত্য’, ‘মন ছুঁয়েছে মন’, ‘রিক্সাওয়ালার ছেলে’, ‘কাজের ছেলে’, ‘অন্তর জ্বালা’ ইত্যাদি।

 

Post a Comment

0 Comments