গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া নারীর পরিচয় মিলেছে। নিখোঁজ নারী ফারিয়া তাজনিম জ্যোতি (৩১)। তার চাচাত বোন সুকতারা ইসলাম ঐশী বিষয়টি নিশ্চিত করেছেন।
জ্যোতি চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার বাগানপাড়া (মসজিদ পাড়া) গ্রামের মৃত ওলিউল্লাহ আহম্মেদ বাবলুর মেয়ে।
রোববার (২৮ জুলাই) রাত ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট (ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে) ম্যানহোলে পড়ে তলিয়ে যায় ফারিয়া তাজনিম জ্যোতি।
স্থানীয়রা জানান, রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুর সিটি করপোরেশনের ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান ওই নারী। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চলান। ম্যানহোল থেকে নারীর সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ওই নারীকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন।
নিখোঁজ নারীর চাচাত বোন ঐশী বলেন, নিখোঁজ জ্যোতি মিরপুরে বসবাস করে মনি ট্রেডিং কর্পোরেশন প্রতিষ্ঠানে ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। রোববার আমার বোন টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসক দেখাতে যান। রাতে ফেসবুক ও বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে জানতে পারি ওই এলাকায় একজন নারী ম্যানহোলে পড়ে যায়। তারপর আমাদের পরিবারের লোকজন তার মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে আজ হোসেন মার্কেট এসে জানতে পারি একজন নারী ম্যানহোলে পড়ে গেছে। ফায়ার সার্ভিস কাজ করছে। খুঁজে না পাওয়া পর্যন্ত সঠিক বলা যাচ্ছে না, সে আমার বোন কিনা।
পথচারী সোহাগ মিয়া বলেন, আমি ওই এলাকায় আমার ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। পাশেই একজন নারীকে ম্যানহোলে পড়ে যেতে দেখে আমরা দুইভাই তাকে উদ্ধার করতে ম্যানহোলে নেমে পড়ি। কিন্তু তিনি পানিতে তলিয়ে যান। আমাদের সঙ্গে ফায়ার সার্ভিসের লোকজনও খোঁজাখুঁজি করেছে। রাত দেড়টা পর্যন্ত খোঁজাখুঁজি করা হলেও ওই নারীকে খোঁজে পাওয়া যায়নি। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন,
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। আজ সোমবারও ডুবুরিদল চেষ্টা করে যাচ্ছে।
স্থানীয়রা জানান, রোববার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুর সিটি করপোরেশনের ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান ওই নারী। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চলমান। ম্যানহোল থেকে নারীর সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ওই নারীকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। এখনও পর্যন্ত তাকে পাওয়া যায়নি। আমাদের অভিযান অব্যাহত আছে।
0 Comments