ঢাকায় সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা মিষ্টি জান্নাতের বাবা আর নেই

বাবা হারালেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিজেই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা। ভোর ৪টায় দেওয়া ওই পোস্টে মিষ্টি জান্নাত লিখেছেন, আমার বাবা আর নেই। তার এই সংক্ষিপ্ত বার্তাটি প্রকাশের পর থেকেই শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা শোক ও সমবেদনা জানাতে শুরু করেছেন। মিষ্টি জান্নাতের পরিবারের প্রতি নেমে এসেছে গভীর শোক। এই দুঃসময়ে চলচ্চিত্র জগতের অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন।
ঢাকায় সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা মিষ্টি জান্নাতের বাবা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে 
চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।

মিষ্টি জান্নাত বলেন, বাবা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। মঙ্গলবার (২৯ জুলাই) বাবার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে মঙ্গলবার মধ্যরাতে বাবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাবার জন্য সবাই দোয়া করবেন।

এছাড়া অগুণিত নেটিজেনরাও শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি একজন পেশাদার চিকিৎসক তিনি।

Post a Comment

0 Comments