বরিশাল সম্পর্কে সাফা কবির এমন কথা কেন বলল।



বিরতির পর আবার শুটিংয়ে ফিরেছেন সাফা কবির। নতুন নাটকের শুটিংয়ে গেলেন বরিশাল। সেখানকার নানান জায়গায় শুটিং শেষে গতকাল ঢাকায় ফিরেছেন। ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ডজনখানেকের বেশি স্থিরচিত্র। প্রতিবার যখন বরিশাল যাই, একটা গভীর, অজানা টান অনুভব করি — মনে হয়, আত্মার একটা অংশ এই জায়গার সঙ্গে জড়িয়ে আছে। বরিশালে যে শান্তি পাই, তা আর কোথাও মেলে না। আবার নতুন করে প্রেমে পড়ে যাই — কাদামাখা রাস্তা, আঁকাবাঁকা নদী, বৃষ্টির পর মাটির ঘ্রাণ, আর অবশ্যই, বরিশালের অসাধারণ খাবার। লেন, কেন বরিশাল তাঁর এতটা প্রিয়—


সাফা কবির নিজে বরিশালের মেয়ে। তাঁর দাদাবাড়ি বরিশালের গৌরনদী এলাকায় এবং মায়ের বাড়ি বরিশাল সদরে। তবে সাফার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। অন্যদিকে সাফার সহশিল্পী মুশফিক আর ফারহানও বরিশালেন সন্তান। নাম চূড়ান্ত না হওয়া এই নাটকের পরিচালক সুব্রত কুমার সঞ্জীবও বরিশালের। তিনি সেখানেই থেকে নাটক নির্মাণের সঙ্গে জড়িত আছেন। সাফা জানালেন, এই নাটকের সবাই বরিশালের। শিল্পী–পরিচালক–ক্যামেরাম্যান থেকে শুরু করে ইউনিটের কেউ না কেউ এই অঞ্চলের। এটা অন্য রকম একটা ভালো লাগার বিষয়।




 

Post a Comment

0 Comments